গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলাপ্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
(দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)
বিষয় : মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সরাইল উপজেলার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন
১। |
জেলার নাম |
: |
ব্রাহ্মণবাড়িয়া |
২। |
উপজেলার নাম |
: |
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া |
৩। |
পরিদর্শনের তারিখ |
: |
১১/০৮/২০২২ খ্রি. |
৪। |
পরিদর্শনকারী কর্মকর্তার নাম ও পদবী |
: |
মোঃ মাহবুব আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া |
৫। |
পরিদর্শনকৃত কার্যালয়ের নাম |
: |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া |
মুজিব শতবর্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ :
সরাইল উপজেলায় ১ম পর্যায়ে বরাদ্দকৃত ০৭টি গৃহের অগ্রগতি ১০০% ও ২য় পর্যায়ে বরাদ্দকৃত ২১টি গৃহের অগ্রগতি ৬৫% । ২য় পর্যায়ের ২১টি গৃহের মধ্যে ০৯টি গৃহের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করি । যার বিবরণ নিম্নরূপ :
ক্রম |
বীর মুক্তিযোদ্ধার নাম |
পিতার নাম |
গ্রাম |
পর্যবেক্ষণ |
সুপারিশ |
বাস্তবায়নে |
১ |
বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া |
মোঃ কাছম আলী |
কালিকচ্ছ |
গৃহের গাঁথুনী শেষ। ৭টি জানালা প্রস্থে ৪ ফুট করা হয়েছে যা ড্রয়িং এ ৫ ফুট দেয়া আছে । আগামী ১৮/০৮/২০২২খ্রি. তারিখের মধ্যে ছাদ ঢালাই করবেন মর্মে সংশ্লিষ্ট ঠিকাদার জানান । |
ড্রয়িং অনুযায়ী জানালা প্রস্থে ৫ ফুট করা, দ্রুত ছাদ ঢালাই ও পর্যাপ্ত কিউরিং করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়। |
১। উপজেলা নির্বাহী অফিসার ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ৩। সংশ্লিষ্ট ঠিকাদার |
২ |
মোঃ হারুন অর রশিদ, |
মোঃ লাল খাঁ |
শাহবাজপুর |
গৃহের গাঁথুনী শেষ । দ্রুত ছাদ ঢালাই করবেন মর্মে সংশ্লিষ্ট ঠিকাদার জানান। |
দ্রুত ছাদ ঢালাই ও পর্যাপ্ত কিউরিং করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়। |
১। উপজেলা নির্বাহী অফিসার ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ৩। সংশ্লিষ্ট ঠিকাদার |
৩ |
মোঃ ছোট মিয়া ওরফে নুরুল ইসলাম |
মৃত কানাই মিয়া |
শাহবাজপুর |
গৃহের গাঁথুনী শেষ। ৭টি জানালা প্রস্থে ৪ ফুট করা হয়েছে যা ড্রয়িং এ ৫ ফুট দেয়া আছে। আগামী ২০/০৮/২০২২খ্রি. তারিখের মধ্যে ছাদ ঢালাই করবেন মর্মে সংশ্লিষ্ট ঠিকাদার জানান। |
ড্রয়িং অনুযায়ী জানালা প্রস্থে ৫ ফুট করা, দ্রুত ছাদ ঢালাই ও পর্যাপ্ত কিউরিং করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়। |
১। উপজেলা নির্বাহী অফিসার ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ৩। সংশ্লিষ্ট ঠিকাদার |
৪ |
জহুরুল মজুমদার |
মৃত ঠাকুর বানী মজুমদার |
মলাইল |
গৃহের গাঁথুনী শেষ । আগামী ১৭/০৮/২০২২খ্রি. তারিখের মধ্যে ছাদ ঢালাই করবেন মর্মে সংশ্লিষ্ট ঠিকাদার জানান । |
দ্রুত ছাদ ঢালাই ও পর্যাপ্ত কিউরিং করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়। |
১। উপজেলা নির্বাহী অফিসার ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ৩। সংশ্লিষ্ট ঠিকাদার |
৫ |
রাজ কুমার দাশ |
রুহিনী কুমার দাশ |
মলাইশ |
গৃহের গাঁথুনী শেষ । ১৮ দিন আগে ছাদ ঢালাই হয়েছে । ১৫ দিনের মধ্যে কাজ শেষ করবেন বলে সংশ্লিষ্ট ঠিকাদার জানান । |
দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়। |
১। উপজেলা নির্বাহী অফিসার ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ৩। সংশ্লিষ্ট ঠিকাদার |
৬ |
মৃত নূর আহম্মদ |
মৃত মাহতাব উদ্দিন |
তেরকান্দা |
গৃহের গাঁথুনী শেষ । আগামী ১৬/০৮/২০২২খ্রি. তারিখের মধ্যে ছাদ ঢালাই করবেন মর্মে সংশ্লিষ্ট ঠিকাদার জানান । |
দ্রুত ছাদ ঢালাই ও পর্যাপ্ত কিউরিং করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়। |
১। উপজেলা নির্বাহী অফিসার ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ৩। সংশ্লিষ্ট ঠিকাদার |
৭ |
মোহাম্মদ আলী |
আবুল হোসেন |
বাড়িউড়া |
গৃহের গাঁথুনী শেষ । আগামী ১৭/০৮/২০২২খ্রি. তারিখের মধ্যে ছাদ ঢালাই করবেন মর্মে সংশ্লিষ্ট ঠিকাদার জানান । |
দ্রুত ছাদ ঢালাই ও পর্যাপ্ত কিউরিং করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়। |
১। উপজেলা নির্বাহী অফিসার ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ৩। সংশ্লিষ্ট ঠিকাদার |
চলমান-০২
-০২-
ক্রম |
বীর মুক্তিযোদ্ধার নাম |
পিতার নাম |
গ্রাম |
পর্যবেক্ষণ |
সুপারিশ |
বাস্তবায়নে |
৮ |
মোঃ রহিছ আলী |
মৃত আলতাব আলী |
বাড়িউড়া |
গৃহের গাঁথুনী শেষ । ১৯ দিন আগে ছাদ ঢালাই হয়েছে । ১৫ দিনের মধ্যে কাজ শেষ করবেন মর্মে সংশ্লিষ্ট ঠিকাদার জানান । |
দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয় । |
১। উপজেলা নির্বাহী অফিসার ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ৩। সংশ্লিষ্ট ঠিকাদার
|
৯ |
মোঃ সৈয়দ মিয়া |
মৃত মুর্তজ আলী |
বাড়িউড়া (চেয়ারম্যান বাড়ি) |
গৃহের গাঁথুনী শেষ । ২২ দিন আগে ছাদ ঢালাই হয়েছে । দ্রুত কাজ শেষ করবেন মর্মে সংশ্লিষ্ট ঠিকাদার জানান । |
দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয় । |
১। উপজেলা নির্বাহী অফিসার ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ৩। সংশ্লিষ্ট ঠিকাদার |
সার্বিক মন্তব্য : পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদার উপস্থিত ছিলেন । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে
ড্রয়িং ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয় । পরিদর্শনে পরিলক্ষিত ভুলগুলো সংশোধনের
জন্য নির্দেশনা প্রদান করা হয় । সার্বিক কার্যক্রম মোটামুটি সন্তোষজনক ।
জেলাপ্রশাসক ব্রাহ্মণবাড়িয়া |
মোঃ মাহবুব আলম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া ফোন : ০২-৩৩৪৪৩০০৩৩ মোবাইল : ০১৭০০৭১৬৭০০ |
নং-৫১.০১.১২০০.০০০.১৮.০৩৬.২১. তারিখ : |
০২ ভাদ্র ১৪২৯ |
১৭ আগস্ট ২০২২ |
অনুলিপি সদয় জ্ঞাতার্থে/কার্যার্থে :
১। মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা ।
২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ।
৩। উপজেলা নির্বাহী অফিসার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ।
৪। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ।